আজ বৃহস্পতিবার, ৩০ কার্তিক ১৪৩১ | ১৪ নভেম্বর ২০২৪

আর্জেন্টিনার ফুটবলে বেটিংয়ের ছায়া; শুরু হয়েছে তদন্ত

 মহসিন রনি

২০২৪-১১-১৩   ১৮:১৪

আর্জেন্টিনার ফুটবলে বেটিংয়ের ছায়া; শুরু হয়েছে তদন্ত ছবি
একের পর এক শিরোপা জয়ের পর এবার নেতিবাচক খবরের শিরোনাম হলো আর্জেন্টিনার ফুটবল। গত সোমবার ভেলেজ সার্সফিল্ডের বিপক্ষে ম্যাচে দেশটির শীর্ষ লিগের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা একজন ইউটিউবারকে মাঠে নামানোয় জটিলতার শুরু। সেটা এখন রূপ নিয়েছে সন্দেহে। আর্জেন্টিনার ফুটবলে এখন বেটিংয়ের ছায়া।

বুয়েনস এইরেসের ক্লাব দেপোর্তিভো রেইসত্রা মাঝেমধ্যেই উদ্ভট সব বিপণন কৌশল নিয়ে আলোচনায় থাকে। সেই কৌশলের অংশ হিসেবেই জনপ্রিয় ইউটিউবার ইভান বুহাজেরুকের সঙ্গে তারা পেশাদার চুক্তি করেছিল। এমনকী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) তাকে নিবন্ধন করাও ছিল। অথচ, এই ইউটিউবার মোটেও পেশাদার ফুটবলার নয়। ইউটিউবে তার অনুসারীর সংখ্যা ৭০ লাখ।
ইভান বুহাজেরুক জনপ্রিয় ইউটিউবার ইভান বুহাজেরুককে মাঠে নামিয়েই বিপাকে পড়েছে আর্জেন্টিনার ক্লাবটি।

এ কারণেই ইভান বুহাজেরুককে মাঠে নামতে দেখে অবাক হয়ে যান সবাই। অবশ্য স্রেফ আনুষ্ঠানিকতার জন্য তাকে মাঠে নামিয়ে ৫৯ সেকেন্ড পরই তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি। এসময় ধারাভাষ্যকারেরা বলছিলেন, ‘সে (বুহাজেরুক) জানেও না কোথায় দাঁড়িয়ে আছে। এটা অবিশ্বাস্য। এটা একই সঙ্গে দুঃখজনক ও অসম্মানজনক ঘটনা।’

এক ইনিংসেই ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্তএক ইনিংসেই ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে শান্ত
বিতর্ক শুরু হওয়ার পর নড়েচড়ে বসেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের নৈতিকতা ট্রাইব্যুনালের মাধ্যমে তারাও এ নিয়ে তদন্ত শুরু করেছেন। এই ইউটিউবার ও ইনফ্লয়েন্সারকে মাঠে নামানোর মাধ্যমে ‘আর্জেন্টিনা ফুটবলের নৈতিকতা ও সুনামহানির চেষ্টা করা হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

অন্যদিকে আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিদের অফিস থেকে বিবৃতিতে বলা হয়, ‘দেপোর্তিভো রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি এবং ইনফ্লুয়েন্সার ইভান বুহাজেরুক অবৈধ প্ল্যাটফর্মে জুয়াড়িদের আকৃষ্ট করতে চেয়েছিলেন কি না, সে বিষয়ে মামলা চালু করে তদন্ত শুরু করেছে অবৈধ বাজি নিয়ে কাজ করা কৌঁসুলিদের অফিস।’