ফ্যাসিবাদ আওয়ামী সরকার সিলেটের পাথর ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ছিলো অভিশাপ। তারা ভিনদেশী অপশক্তিকে খুশি রাখতে সিলেটের সকল পাথর কেয়ারী বন্ধ রেখে লক্ষাধিক মানুষকে কর্মহীন করেছে। ভিটেমাটি হারা করেছে শতাধিক ব্যবসায়ী ও পরিবহন মালিককে। বর্তমানে লক্ষাধিক ব্যবসায়ী, মালিক, শ্রমিক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে শীঘ্রই সকল ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সিলেটবাসীর বিশ্বাস,বর্তমান মানবিক অন্তবর্তিকালীন সরকার পাথর কোয়ারী খুলে দিয়ে সকলের মুখে হাসি ফুটাবে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আসলে সিলেটের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া সম্বর্ধনার জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা
ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জের বিশিষ্ট পাথর ব্যবসায়ী ফিরোজ মিয়া, ব্যবসায়ী হোসন মিয়া, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সভাপতি কয়ছর আলী জালালী, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাধারন সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক জয়নাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনছুর আলম, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, দফতর সম্পাদক মোঃ বিলাল উদ্দিন, কার্যকরি কমিটির সদস্য আব্দুল মতিন ভিআইপি, মোঃ সফিক মিয়া, মোহাম্মদ আলী মুল্লা, ট্রাক শ্রমিক ইউনিয়নের শাহপরান থানা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, সহ সভাপতি কামাল আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, ট্রাক শ্রমিক নেতা ও সাবেক প্রচার সম্পাদক আব্দুস শহিদ, সুহেল আহমদ, ফখরুল ইসলাম, ইসমাঈল হোসেন, সেবুল মিয়া, আশরাফ মোল্লা, খোকন আহমদ প্রমূখ। পরে বিশাল মটর সাইকেল শোভাযাত্রা সহকারে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুলকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ট্রাক মালিক
সমিতির অফিসে নিয়ে যাওয়া হয়।