জাগ্রত সিলেট ডেস্কঃ সিলেট মহানগরে ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদে সিলেট সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহানগরের দক্ষিণ সুরমায় হকারদের উচ্ছেদে ফের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে মহানগরের স্টেশন রোড, দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক। অভিযান পরিচালনা সিলেট সিটি করপোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
এসময় সংশ্লিষ্টরা জানান, মহানগরের ফুটপাত ও সড়ক হকার মুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় আজ তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।