আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ নভেম্বর ২০২৪

ভারতের এক সিরিজেই ৪ সেঞ্চুরি; বাংলাদেশের ১৮ বছরে একটি

 মহসিন রনি

২০২৪-১১-১৬   ১৯:৫৬

ভারতের এক সিরিজেই ৪ সেঞ্চুরি; বাংলাদেশের ১৮ বছরে একটি ছবি
খেলা ডেস্কঃ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ যে কতটা দুর্বল সেটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই ফরম্যাটে বাংলাদেশের যে একটা সেঞ্চুরি আছে, সেটাও বিস্মৃতপ্রায়। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছে অন্যান্য দলগুলো। কিন্তু বাংলাদেশ দল পড়ে আছে সেই মান্ধাতা আমলেই। নিজস্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও এত বছরে টি-টোয়েন্টির জন্য স্পেশালিস্ট ব্যাটার তৈরি করা সম্ভব হয়নি।

সদ্য সমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজেই নজর দেওয়া যাক। চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। তরুণদের নিয়ে গঠিত দলটি যে দাপট দেখিয়েছে, সেটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ভারতের দুই ব্যাটার সঞ্জু স্যামসন আর তিলক ভার্মা দুটি করে সেঞ্চুরি করেছেন, যার মধ্যে তিনটিই শেষ দুই ম্যাচে। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিলকের ইনিংস দুটি ছিল ১০৭* এবং ১২০* রানের। শেষ দুই ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন।



অন্যদিকে সঞ্জু স্যামসন প্রথম ম্যাচে ১০৭ রানের পর শেষ ম্যাচে খেলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। তাদের ব্যাটিং তাণ্ডবে রেকর্ড বইয়ে ওলটপালট হয়ে গেছে। সঞ্জু স্যামসন এই বছরেই টি-টোয়েন্টিতে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতগুলো সেঞ্চুরি করার রেকর্ড আর কোনো ব্যাটারের নেই। এক ইনিংসে জোড়া সেঞ্চুরিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম।


সঞ্জু-তিলকরা যখন প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরাচ্ছেন, তখন বাংলাদেশের অবস্থান কোথায়? ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সেই হিসেবে ১৮ বছর হয়ে গেছে। এই দেড় যুগে একটিমাত্র সেঞ্চুরি করতে পেরেছেন তামিম ইকবাল। সেটাও ওমানের মতো দলের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায়। তামিমের ৬৩ বলে অপরাজিত ১০৩ রানের ইনিংসটি এখনো দেশের সর্বোচ্চ।

এর চার বছর আগে ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অংকের অনেকটা কাছে চলে গিয়েছিলেন তামিম। তবে ৬১ বলে ৮৮ রানেই তাকে অপরাজিত থাকতে হয়। এছাড়া ২০১৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তার ৮৩ রানের আরেকটি অপরাজিত ইনিংস আছে। সেই তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দেশের ক্রিকেটও হাঁটছে পেছনের দিকে।