সুনামগঞ্জ প্রতিনিধি :: বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। সেই সঙ্গে বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চলে ফের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে, রাস্তাঘাট তলিয়ে গিয়ে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলার নিম্নাঞ্চলে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর, ষোলঘর, লঞ্চঘাট, আরপিননগর, সাহেব বাড়ি ঘাট, বড়পাড়া, মল্লিকপুর,পশ্চিম হাজীপাড়া এলাকার রাস্তাঘাট ও অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।
জেলার সীমান্ত এলাকায় যাদুকাটা, চেলাসহ সব নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে তাহিরপুর-বাদাঘাট সড়ক, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপু
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন জানান, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভারত থেকে সীমান্ত এলাকার নদীগুলো দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবল বেগে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এই উপজেলার নিম্নাঞ্চলের বাসা-বাড়িতে পানি বেড়েছে
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাও শুল্ক স্টেশন এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, মেঘালয় পাহাড় থেকে ঢলের পানি শুল্ক স্টেশন এলাকা দিয়ে প্রবল বেগে ভাটির দিকে অগ্রসর হচ্ছে। সীমান্ত সড়ক দিয়ে জেলা শহরে ও উপজেলায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এমনিতেই সীমান্ত সড়ক ভাঙাচোরা, কোনো রকম চলাচল করা যেত। এখন একেবারেই খারাপ অবস্থা।
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন জানান, পাহাড়ি ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় আনোয়ারপুর ব্রিজের সামনের অংশ নিচু থাকায় যাদুকাটা নদী দিয়ে বয়ে আসা ঢলের পানি সড়ক উপচে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ। নৌকা দিয়ে মানুষজন চলাচল করছে।
সুনামগঞ্জ শহরের সুরমা তীরবর্তী তেঘরিয়া এলাকার বাসিন্দা আব্দুল অদুদ বলেন, সড়কে পানি উঠে গেছে। বাড়িতে পানি উঠতে আর সামান্য বাকি। সুনামগঞ্জের সুরমা তীরবর্তী বসতিগুলোতে বন্যা আতঙ্ক বিরাজ করছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে ও ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ার কারণে সুরমা ও যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও একদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, নদীর পানি বেড়ে যাওয়ায় আবারও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা-উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
Leave a Reply