সুনামগঞ্জ প্রতিনিধি :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ ২৬ নদ-নদীর পানি। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে। সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকেই নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে, দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে সময় পার করছেন সুনামগঞ্জ জেলার ২৫ লাখ বাসিন্দা। যেভাবে নদীর পানি বাড়ছে তাতে যদি ঈদের আগে বন্যা হয়, তাহলে ঈদের আনন্দে ভাটা পড়বে। তাই পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কও বাড়ছে।
সুনামগঞ্জ শহরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ২০২২ সালে ১৪ জুন থেকে সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়তে থাকে।
পরে ১৫ জুন জেলার সকল নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এবং ১৬ জুন পুরো জেলার ২৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন ও পুরো শহর ঢলের পানিতে তলিয়ে যায়। এজন্য জরুরি ভিত্তিতে যেন আমাদেরকে বন্যা পূর্বাভাস জানিয়ে দেয়া হয় যাতে করে আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারি বা বন্যা আশ্রয়কেন্দ্রে যেতে পারি।
Leave a Reply