সুনামগঞ্জ প্রতিনিধি :: সাত মাস ধরে বেতন পাচ্ছেন না সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১৯ জন শিক্ষক-কর্মচারী। উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে গিয়েও হচ্ছে না কোনো লাভ।
বিদ্যালয় সরকারিকরণের পর শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ দাখিল করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আত্মীকরণ করা হয়নি। এ কারণেই বেতন নিয়ে জঠিলতা সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ২০১৭ সালের ১৪ জুন বিদ্যালয়টি সরকারিকরণ হয়। ২০২০ সালের জুন-জুলাইয়ে ২২ জন শিক্ষকের মধ্যে ১৮ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর এডহক ভিত্তিতে নিয়োগ হয়। একই সঙ্গে বেতনও রাজস্ব খাতে আত্মীকরণ হয়। এ সময় প্রধান শিক্ষক লুৎফুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামানসহ তিনজন শিক্ষকের নিয়োগ আত্মীকরণ হয়নি। তাই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জ্যোতিষ রঞ্জন তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বসহ আয়ন-ব্যয়ন ক্ষমতা দেওয়া হয়। এক মাসের মাথায় হৃদরোগে তার মৃত্যু হলে জ্যেষ্ঠ শিক্ষক সীতোষ কুমার তালুকদারকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়মানুযায়ী অগ্রবর্তী করেন।
তারা আরো জানান, গত বছরের ২২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে মো. লুৎফুর রহমানকে এডহক ভিত্তিতে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে অবহিতকরণ চিঠি দেওয়া হয়।
পরের মাসের ২১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শাম্মী আক্তার আরেক চিঠিতে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের শিক্ষা-দীক্ষার জাল সনদ দাখিলের বিষয়টি আদালতে নিস্পত্তির অপেক্ষায় থাকায় আগের প্রজ্ঞাপনটি বাতিল করার কথা জানানো হয়।
লৎফুর রহমান ওই প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত তার পক্ষে স্থগিতাদেশ প্রদানের আদেশ দেন। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আদালত চলতি বছরের ৩১ মার্চ ওই আদেশের ওপর আট সপ্তাহের স্থিতাবস্থার আদেশ জারি করেন। আট সপ্তাহ পার হয়েছে ২৬ মে। এরপরও এই বিষয়ে কোনো সমাধান না হওয়ায় কোনো বেতন ভাতা পাননি বলে জানান তারা।
এদিকে দীর্ঘদিন ধরে বেতন ভাতা বন্ধ থাকায় আক্ষেপ দেখা গেছে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে। গত ৫ জুন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বেতন উত্তোলনে সহযোগিতার জন্য লিখিত আবেদন করেন তারা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তায়েবুন নেসা আফিন্দি বলেন, ‘আমরা সাত মাস ধরে মানবেতর জীবন যাপন করছি। গত ঈদেও সপরিবারে আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। এবারও একই দশা। আমাদের ভেতন-ভাতা উত্তোলনের সুযোগ দেওয়া হোক।’
প্রধান শিক্ষক লৎফুর রহমান বলেন, ‘মন্ত্রণালয় থেকেও শিক্ষকদের বেতন বিল দেওয়ার জন্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে। শিক্ষকদের বেতন ছাড় দেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে। আর জাল সনদ দাখিল করার যে বিষয়টি কর্তৃপক্ষ উল্লেখ করেছেন সেটি আদালতে আমার পক্ষে স্থগিতাদেশ আছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিলেটের দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক উপ-পরিচালক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইন শাখায় গিয়ে বঞ্চিত শিক্ষকরা পরামর্শ নিতে পারেন। সেখান থেকে তারা যদি মনে করে অন্য কাউকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া যায়, তাহলে শিক্ষকদের বেতন ভাতা ছাড় দেয়া সহজ হবে।
Leave a Reply