আন্তর্জাতিক ডেস্ক :: বিমান বিধ্বস্ত হয়ে আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন নিহত হয়েছেন। তিনি ছাড়া বিমানটিতে আরও ৯ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও রয়েছেন।
মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ের বিমানবন্দর থেকে সামরিক বিমানটি উড্ডয়নের পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ভাগ্যবশত, বিমানে যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। খবর সিবিএস নিউজ।
সাবেক এক মন্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে সোমবার দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন সাওলাস চিলিমাসহ ১০ জন। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি উড্ডয়নের পর আবারও লিলংওয়ের বিমানবন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দেশটির সামরিক সূত্র জানায়, খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হওয়ার একদিন পর বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
Leave a Reply