জাগ্রত সিলেট ডেস্ক :: যুক্তরাজ্য সফর শেষে আজ সোমবার দেশে ফিরছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ সকালে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বিষয়টি জানিয়েছেন।
সাজলু লস্কর জানান, যুক্তরাজ্য থেকে ফিরেই মেয়র জলাবদ্ধতায় প্লাবিৎ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি সিটি করপোরেশনের জরুরি সভায় যোগ দেবেন।
উল্লেখ্য, গত ২৫ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সফরে থাকাকালীন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।
Leave a Reply