জাগ্রত সিলেট ডেস্ক :: বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায় বর্তমানে মোট ৮৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গোটা জেলায় প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। তবে এখনও আশ্রয়কেন্দ্রগুলোয় যাননি অনেক মানুষ। জেলা প্রশাসনের তথ্য বলছে, সোমবার পর্যন্ত সাড়ে ৬ হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন।
এদিকে, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পানি কিছুটা নেমেছে। তবে সুরমা নদীর পানি প্রায় একই অবস্থানে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি কমায় সুরমা ও কুশিয়ারা নদীর অনেক পয়েন্টে পানি কমেছে। তবে কানাইঘাট, অমলশীদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও বিপৎসীমার ওপর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, জেলার ৭ লাখ ৩৯ হাজার মানুষ বন্যাকবলিত। প্রতিটি উপজেলায় পৃথক টিম কাজ করছে। বন্যার্তদের মধ্যে রান্না করা খাবারসহ শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
এদিকে, বন্যাকবলিত মানুষের দুর্ভোগের সঙ্গে ভোগান্তি বাড়ছে যাতায়াতেও। এরই মধ্যে গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের কাঁচা-পাকা মিলিয়ে প্রায় ৩ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাপগঞ্জ পৌর সদরের ছিটা ফুলবাড়ী ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাজারসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি আছেন। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজগঞ্জ, পশ্চিম দাড়িপাতনসহ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বন্যা পরিস্থিতির মধ্যেই বুধবার কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে দুটি উপজেলাই বন্যা আক্রান্ত হওয়ায় ভোটার উপস্থিতি ছিল কম। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্রে যেতে নৌকার ব্যবস্থা করেছিল।
Leave a Reply