বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

নোটিশ :
সিলেট বিভাগসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আমাদের পত্রিকার ইমেইল ঠিকানায় পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরণের আহবান জানানো যাচ্ছে। এছাড়া প্রবাসের বিভিন্ন দেশে আমরা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি।
শিরোনাম :
ব্যারিস্টার সুমন গ্রেফতার দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার সম্পাদক অসুস্থ, দোয়া কামনা সিলেটের আ.লীগ নেতারা বিদেশে, সংসার চলছেনা আত্নগোপনে থাকা কর্মীদের শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ নগরবাসী সাংবাদিক মো: আজমল আলীর মাতৃবিয়োগ, জাগ্রত সিলেট পরিবারে শোকপ্রকাশ সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার চালু হলো ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ সুনামগঞ্জের মামলায় ঢাকা থেকে দুজনকে ধরলো র‌্যাব সিলেট আলিয়া মা‌দরাসা মাঠে হামাস প্রধানের গায়েবানা জানাজা জকিগঞ্জের কেছরী গ্রামের সর্বদলীয় নেতৃবৃন্দের মধ্যে ঐক্যর সুর সমালোচনার জবাবে মুখ খুললেন নুসরাত ফারিয়া সংকটে পাকিস্তানের গাধা ব্যবসায়ীরা সাকিব ইস্যুতে মিরপুরে আবার হট্টগোল টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার সিলেটের কুলাউড়ার ৭০ শিক্ষকের ৪৩ লাখ টাকা বেতন-ভাতা আটকে আছে সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক সিলেটে দুই কোটি টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ চাকরির সন্ধানে এসে মায়ানমারের নাগরিক আটক ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক কুলাউড়ায় ৭ পলাতক আসামি আটক গোয়াইনঘাটে বাড়ির পাশে মিলল কিশোরের ঝুলন্ত লা শ সিলেট আদালতে দুই পিপি’র রুমে আইনজীবীদের তালা কানাইঘাট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু পরিচয় থেকে পরিণয় অত:পর দ্বিতীয় বিয়ের জেরে চির বিদায়! সিলেটে চিকিৎসা নিতে আসা ব্যক্তির মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বামীকে ‘খু ন’ করে খাটের নিচে লা শ লুকিয়ে রাখলেন স্ত্রী! সিলেটে হাওরে মরদেহের সন্ধান;উদ্ধার করলো পুলিশ টাক মাথা পুরুষের ব্যক্তিত্বে পরিবর্তন আনে
শান্তিগঞ্জে আজ ভোটের লড়াই, কে বসবেন চেয়ারে !

শান্তিগঞ্জে আজ ভোটের লড়াই, কে বসবেন চেয়ারে !

 

ইয়াকুব শাহরিয়ার :: নানা জল্পনা-কল্পনা শেষে উপস্থিত হলো সেই মাহেন্দ্রক্ষণ। যে মুহুর্তের জন্য দীর্ঘ সময় ধরে রাত-দিন এক করে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। বাড়ি থেকে বাড়ি, গ্রাম থেকে গ্রাম, পথ-ঘাট পেরিয়ে জনগণের কথা শুনতে জনগণের দাঁড়গোড়ায় পৌছে গেছেন প্রার্থীরা। আজ সেই শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। ৮টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নের ১৫৫টি গ্রামে ৩টি পদের ১২ প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করবেন ভোটের লড়াই। সমস্ত উপজেলায় ৫৬ ভোট কেন্দ্রে ভোট দেবেন ১ লক্ষ ৪৫ হাজার ৭৯৭ জন ভোটার। এদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৭১ হাজার ৫১০ জন, পুরুষ ভোটার ৭৪ হাজার ২৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ভোট নিয়ে বেশ উৎসাহ-উদ্দীপনা কাজ করছে প্রার্থী ও কর্মীসমর্থকদের মাঝে। এখন শুধু ভোট দেওয়ার অপেক্ষা। তিন ধাপে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ৩শ’ ৯৫টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে সারাদেশে গড়ে মোট ভোট পড়েছে ৩৬.৬৬ শতাংশ প্রায়। ধারণ করা হচ্ছে, আজ বৃষ্টিপাত হলে ভোটের ঘাটে বিপত্তি ঘটবে। কেন্দ্রে ভোটারের উপস্থিতি কমতে পারে।

 

এছাড়াও পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানিতে ইতিমধ্যে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাটে পানি ওঠে গেছে। এজন্যও হিসেবের চেয়েও কিছুটা কম ভোটারের উপস্থিতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টজনরা।

 

সাধারণ ভোটাররা বলছেন, শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে দ্বিমুখী। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম ও সাবেক মন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভির মধ্যে তুমুল প্রতিন্দ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

 

উপজেলা নির্বাচনে ভোটাররা দুই ভাগে বিভক্ত হওয়ায় মোটরসাইকেল ও আনারস প্রতীককে দ্বিমুখী ভাগে বিভক্ত করে ভোট হিসেবের আনাগোনা শুরু করেছেন উপজেলাবাসী। দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী অ্যাড. বোরহান উদ্দিন দোলন নিজ অঞ্চলের কিছু ভোট পেতে পারেন। অপরদিকে, দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হওয়ায় এবছর সাধারণ ভোটারদের মানবিক দৃষ্টিতে আছেন মাইক প্রতীকের মোশাররফ হোসেন জাকির। তাকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মোশাররফের প্রতিন্দ্বন্দ্বিতা হবে চশমা প্রতীকের রোকনুজ্জামান রুকনের সাথে। রোকনও দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে আছেন। স্থানীয় রাজনীতিতে তার সফলতাও আছে। এর আগে নোয়াখালী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়ে সবার নজড়ে পড়েন রোকন। তিনিও জানেন কীভাবে ভোটারদের কাছ থেকে ভোট আদায় করতে হয়। এই পদের আরও দুই প্রার্থী মো. জাহাঙ্গীর খাঁন (টিউবওয়েল) ও মো. আনোয়ার হোসেন (তালা) প্রতীক নিয়ে অঞ্চলভিত্তিক ভোট পেতে পারেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে খুবই সরব রয়েছেন ফুটবল প্রতীকের রফিকা মহির। বাকী প্রার্থীরাও আছেন সমান প্রতিন্দ্বন্দ্বিতায়।

 

উপজেলার প্রায় সবক’টি ইউনিয়নের বেশ কয়েকজন সাধারণ ভোটারদের সাথে কথা হয় এই প্রতিবেদকের। ভোটাররা জানান, শেষ মূহুর্তে চেয়ারম্যান পদে খুবই প্রতিন্দ্বন্দ্বিতামূলক অবস্থানে গিয়ে দাঁড়িয়ে এই নির্বাচন। পশ্চিম পাগলা ইউনিয়নে হাজি আবুল কালামের বাড়ি হওয়ায় আঞ্চলিক টানে এখানে জয় প্রায় সুনিশ্চিত মোটরসাইকেলের। ভোটের ব্যবধানও হতে পারে বেশি।

 

অপরদিকে, জয়কলস ইউনিয়নে প্রার্থী দু’জন হলেও সাদাত মান্নান অভি নিরঙ্কুশ জয় পেতে পারেন। নিকটতম প্রতিন্দ্বন্দ্বিতা আবুল কালামের চেয়ে এ ইউনিয়নে ভোটের ব্যবধানও বেশি হবে তার। পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের ভোট যোগ-বিয়োগ করলে এই দুই ইউনিয়নে ভোটের ব্যবধানে অভি মান্নান এগিয়ে থাকার আশংকা ভোটারদের মাঝে। এখানে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে পশ্চিম পাগলায় ভোটের সংখ্যা ১৬ হাজারের কিছু বেশি এবং জয়কলসে ভোট প্রায় দ্বিগুন। ২৮ হাজারেরও বেশি। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ জয়কলস ইউনিয়নে এ নির্বাচনে প্রার্থীর সংখ্যা ৭জন। তারাও তাদের নিজস্ব ভোট কাস্ট করাবেন। সে অনুযায়ী এই ইউনিয়নে ভোট কাস্ট হবে বেশি। বেশি ভোটারের ইউনিয়নে বেশি কাস্ট হলে লাভ হবে সাদাত মান্নান অভির এমনটাই ধারণা এ উপজেলার সাধারণ ভোট বিশ্লেষকদের।

 

এছাড়া পূর্বাঞ্চলীয় ইউনিয়নগুলোতে হাজি আবুল কালামের মোটরসাইকেল জয় লাভ করতে পারে বলে ধারণা অনেক ভোটারদের। তবে ভোটের ব্যবধান খুবই কম হতে পারে। উপজেলার পূর্বাঞ্চলের পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, দরগাপাশা ও পূর্ব বীরগাঁওয়ে হাজি আবুল কালামের প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ জয়ের কথা বললেও জয়কলস, পাথারিয়া ও পশ্চিম বীরগাঁওয়ে সাদাত মান্নান অভির নিরঙ্কুশ বিজয়ের কথা বলছেন ভোটাররা। শিমুলবাকেও এই দুই প্রার্থী সমান ভোট পেতে পারেন বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। এখানে বোরহান উদ্দিন দোলনও কিছু ভোট টানবেন।

 

তবে যে যতই হিসাব মিলাক না কেনো ভোটাররা কিন্তু তাদের যোগ্য নেতাকেই বেঁছে নেবেন আজ। কার গলায় পড়বে বিজয় মালা, কার মাথায় উঠবে বিজয় মুকুট তা নির্ভর করছে সাধারণ ভোটারদের কাছে। এটি জানতে বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রার্থীদের কর্মী-সমর্থকদের। উপজেলার উন্নয়ন ও দুর্ভোগ দূর করতে এবং সঠিক চেয়ারম্যান নির্বাচিত করতে সুষ্ঠু ও তাৎপর্যপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করেন উপজেলাবাসী।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo