সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ কামারকান্দি সড়ক। এতে কয়েকটি গ্রামের প্রায় ৩ শতাধিক পরিবারের মানুষজনের চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কটি ভেঙে যায়।
উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নতুনবাজার-কাউকান্দি-তাহিরপুর সড়কটি উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক। এ সড়কটি দুপুরে ঢলের পানির প্রবল চাপে ভেঙে গিয়ে মাটিয়ান হাওরে পানি প্রবেশ করেছে। সড়কটি ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে হঠাৎ করেই কামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি ঢলের পানির প্রবল চাপে ভেঙে যায়। এতে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মোটরসাইকেল চালক দুলাল মিয়া বলেন, এ সড়কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ায় আমরা দুর্ভোগে পড়েছি। দ্রুত সড়ক মেরামতের দাবি জানাচ্ছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply