দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উজান থেকে নেমে আসা ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সুরমা নদীর সাথে সংযোগ খাটাখালি খালের পাশে ভেসে ওঠে।
এলাকাবাসী লাশটি বন্যার পানিতে ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফারের কাছে খবর দেন। পরে ইউপি সদস্য আব্দুল গফফার দোয়ারাবাজার থানার পুলিশকে খবর দিলে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
উদ্ধারকৃত মরদেহ ছাতক উপজেলার ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকার খুরশিদ আলমের পুত্র সাজন মিয়ার (২৭) বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাজন মিয়া গত ২৯ মে থেকে নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, মঙ্গলবার সকালে লাশ ভাসার খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করি। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তার পরিবারের লোকজন জানান, তিনি আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করি।
Leave a Reply