কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো বাতাস ও দুইদিনের টানা বর্ষণে উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ও এলাকার প্রায় ১৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শাক-সবজিসহ কৃষির ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার আশঙ্কা রয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ ও নারায়নপুর এলাকায় নদীর ভাঙন রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, পতনউষার ইউনিয়নের নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দির পাশাপাশি শমশেরনগর ও মুন্সীবাজার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার আরও প্রায় ৫০টি পরিবার পানিবন্দি রয়েছে। দুইদিন ধরে এসব পরিবার পানিবন্দি হয়ে পড়লেও কোনো ধরনের ত্রাণসামগ্রী পৌঁছেনি। ফলে দুঃখ-কষ্টে চলছে তাদের জীবন।
গত মঙ্গলবার বিকেলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ ও নারায়নপুর এলাকায় নদীভাঙন দেখা দেয়। নদীর পানি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে দ্রুত পানি বৃদ্ধি পায়। তবে দুইদিনেও নিম্নাঞ্চলে পানি না কমার কারণে কৃষির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়াও থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের কারণে বন্যার পানি জলাবদ্ধতায় রূপ নিয়েছে।
পতনঊষারের কৃষক সামছুদ্দীন, আকতার মিয়া ও জলিল মিয়া বলেন, ঢল ও বন্যার পানিতে আউশ ক্ষেত, পেঁপে, বেগুনসহ শাক-সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এগুলো সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান মানুষ পানিবন্দি থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, নিম্নাঞ্চল এলাকার শতাধিক পরিবার দুইদিন ধরে পানিবন্দি রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পানিবন্দি পরিবারসমূহের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবারসহ সহযোগিতা প্রদান করা হবে।
Leave a Reply