ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে রাজভোজন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার খেয়ে তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজভোজন রেস্টুরেন্টে সাদীপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যসহ তিনজন খাবার খেয়ে গুরুতর অসুস্থ হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।
অসুস্থরা হলেন- সাদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এহসাম উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল আক্তার এবং তাদের সাথে থাকা খছরুপুর গ্রামের অটোরিকশাচালক আব্দুল আলী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ফেরার পথে এহসাম উদ্দিন, পারুল আক্তার ও আব্দুল আলী রাজভোজন রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে খাবার খাওয়া অবস্থায় মুগ ডালের মধ্যে একটি পোকা (চেলা) দেখতে পান তারা। সাথে সাথে তারা অসুস্থ হয়ে পড়েন।
ইউপি সদস্য এহসাম উদ্দিন জানান, নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের পর থেকে তিনি এবং মহিলা মেম্বার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি একাধিকবার বমি করেছেন।
সংরক্ষিত ইউপি সদস্য পারুল আক্তার বলেন, আমরা খাবার খাচ্ছিলাম। এসময় আমাদের সাথে থাকা গাড়িচালক আব্দুল আলীর খাবারে একটি বিষাক্ত চেলা পাওয়া যায়। বিষয়টি রেস্টেুরেন্টর দ্বায়িত্বে থাকা ম্যানেজারকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন। বাড়িতে আসার পর থেকে এখন আমার খুব বেশি পেটে ব্যথা অনুভব হচ্ছে। একটি অভিজাত হোটেলে এরকম নিম্নমানের খাবার অপ্রত্যাশিত।
রাজভোজন রেস্টুরেন্টের দ্বায়িত্বে থাকা পায়েল শিকদার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি থাকার কারণে পোকারা বেশ বিরক্ত করছিল। আজকে একটি দুর্ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং আমার হোটেলের স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস জানান, উপজেলার বিভিন্ন হোটেলে নিম্নমানের খাবারের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। খাবারের মান দেখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
Leave a Reply