কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজার। উপজেলার সবচেয়ে বাজার এটি। দেড় সহস্রাধিক দোকান ছাড়াও ব্যাংক, বীমা, বাসা-বাড়ি মিলিয়ে অনেক উপজেলা সদর থেকেও বড় শহর এটি। অথচ শহরবাসীর জন্য নেই রাস্তা আর পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। যে কারণে ব্যবসায়ীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
আয়তন, অবস্থান আর রাজস্ব আয়– সব মিলিয়ে কুলাউড়া উপজেলা সদরের পরই রবিরবাজারের অবস্থান। উপজেলার দক্ষিণাঞ্চল বলতে রাউৎগাঁও, পৃথিমপাশা, কর্মধা, টিলাগাঁও, হাজিপুর, শরীফপুর– ছয় ইউনিয়নের মধ্যস্থল এই এলাকা। এই বাজার হয়েই মানুষকে আসতে হয় উপজেলা সদরে। রবিবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট হলেও রবিরবাজারে প্রতিদিনই শহরের মতো খোলা থাকে দোকানপাট ও প্রতিষ্ঠান। কিন্তু বাজারের রাস্তা প্রশস্ত না করায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয় সবাইকে। রবিরবাজার থেকে প্রতিবছর সরকারের প্রায় কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে এই বাজারের ব্যবসায়ী এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
বাজারের প্রধান দুর্ভোগ হলো ড্রেনেজ সমস্যা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের পানি সহজে নিষ্কাশনের উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধায় ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের। পানি আর কাদায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া রবিরবাজারের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পানের আড়ত, ফার্নিচার কারখানা, ইউনিয়ন অফিস, স্কুল-কলেজ-মাদরাসা, ব্যাংক, বিভিন্ন এনজিও, হাসপাতালসহ সহস্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে আসা লোকজনের প্রতিদিনের ভোগান্তি বাড়াছে রাস্তা এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা।
বাজারের ব্যবসায়ী হেলাল আহমদ ও জাহাঙ্গীর আহমদ জানান, জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারের ড্রেনেজ ও সড়ক ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন। রাজস্ব আয়ের ১৫ শতাংশ স্থানীয়ভাবে বাজারের উন্নয়ন খাতে ব্যয় হওয়ার কথা থাকলেও সেটা করা হচ্ছে না। এ বছরও রবিরবাজার সরকারি হাট কোটি টাকার ওপরে ইজারা যায়। তবে উপজেলা পরিষদ থেকে এলজিইডি কিংবা সড়ক ও জনপথ বিভাগের অবহেলায় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন রবিরবাজারবাসী।
শিক্ষার্থী জামাল আহমদ, আমিনুল ইসলাম ও অপু জানায়, স্কুল-কলেজে যাতায়াতের সময় বাজারের জমে থাকা ময়লা পানির মধ্য দিয়ে যেতে হয়। এতে অনেক সময় স্কুল-কলেজের পোশাক নষ্ট হয়।
রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাসুক আহমদ জানান, বাজারের ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে। স্থানীয়দের ভোগান্তির শেষ নেই। এভাবেই চলছে। বর্তমানে বাজারে হাঁটাচলাও মুশকিল। বৃষ্টি হলে কোনোদিকে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় জলাবদ্ধা সৃষ্টি হয়। এতে করে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ব্যবাসায়ীদের দোকানে ড্রেনের ময়লা পানি ঢুকে পড়ে। সড়ক প্রশস্ত না করায় প্রতিনিয়ত রবিরবাজারে যানজট লেগেই থাকে।
পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম জিমিউর রহমান চৌধুরী জানান, কুলাউড়ার সর্ববৃহৎ ব্যবসাকেন্দ্র রবিরবাজার। তবে এখানে উন্নয়নের ক্ষেত্রে তেমন জোরালো পদক্ষেপ দৃশ্যমান নয়। রবিরবাজারের যানজট নিরসনে বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের বিষয়টি উপজেলা পরিষদের সভায় একাধিকবার বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এ সময় বাজারের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেন নির্মাণের দাবি জানান তিনি।
সড়ক ও জনপথ বিভাগ-মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ জানান, কুলাউড়ার পৃথিমপাশা, হাজীপুর, শরীফপুরের স্থলবন্দর সড়কের রাজাপুর সেতু ও সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়কের কাজ শেষ পর্যায়ে। এই সড়ক-সংলগ্ন স্থানে রবিরবাজারের ড্রেন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হবে। সড়ক প্রশস্ত করে ফুটপাত ও ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। যানজট নিরসনে রবিরবাজার বাইপাস সড়ক নির্মাণে সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রস্তাবনা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে।
Leave a Reply