প্রতীকী ছবি
ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের মধ্যনগর থানা ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ব্যারাকে আগুন লাগে। এতে ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের আসবাবপত্র, কাপড়, ল্যাপটপসহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ব্যারাকের যে কক্ষ থেকে আগুনের সূত্রপাত, সেই কক্ষটি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
ওসি আরও বলেন, আগুন ধরার পর স্থানীয়দের পাশাপাশি ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান ওসি এমরান হোসেন।
Leave a Reply