জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে প্রতিবন্ধী এক ব্যক্তি প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এনামুল হক চৌধুরী (৫৮) বাক ও শ্রবণ প্রতিবন্ধী। নিখোঁজ এনামুলের সন্ধান চেয়ে তার ছোটবোন সাহেদা সুয়েব রবিবার সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, বিয়ানীবাজার উপজেলার চারখাই গোলাঘাট এলাকার বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে এনামুল হক চৌধুরী গত ৮ মার্চ তার ছোট বোন সাহেদা সুয়েবের বাড়িতে বেড়াতে আসেন। গত ২৬ মার্চ বিকেলে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার উদীশে রওয়ানা দেওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
কোনো জায়গায় তার সন্ধান না পাওয়ায় সাধারণ ডায়েরি করেছেন সাহেদা সুয়েব। নিখোঁজ ভাইয়ের সন্ধান পাওয়া গেলে তিনি ০১৭১৭১৩২০৯২, ০১৭২১১৪৮৬০৫ বা ০১৭১২০৪৫৫৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply