গোয়াইনঘাট প্রতিনিধি :: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ফারুক আহমদ এবং সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি ও মরিয়ম বেগম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সাংবাদিক ইসলাম আলী, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট পশ্চিম উপ-কমিটির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন ও ফারুক আহমদ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার।
Leave a Reply