শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শেফা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
শেফা বেগম একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ৷
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় শেফা বেগম তার বাবার বাড়িতে রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সকাল ৮টার দিকে ছেলের ঘুম ভাঙলে সে তার মাকে শয়নকক্ষের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার করে। ছেলের চিৎকার শুনে বাড়ির লোকজন এসে ওড়না কেটে শেফার মৃতদেহ নিচে নামান।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply