চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট থেকে গোপাল গোয়ালা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত গোপাল গোয়ালা সাতছড়িবাজারটিলা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার রাত প্রায় পৌনে ১০টার দিকে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্প অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বুধবার সকালে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চুনারুঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদসহ গোপাল গোয়ালাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোপাল গোয়ালা একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
পরবর্তীতে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ আসামি গোপাল গোয়ালাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply