জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. তাপস দেবনাথ, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, থানার এসআই রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা মো. আব্দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন চিকন ও অটল কৃষান সিংহ।
Leave a Reply