জুড়ী প্রতিনিধি :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জুড়ীতে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার মনোনয়নপত্র বাছাইকালে জুড়ী উপজেলা চেয়ারম্যান পদে আব্দুর রহমানের মনোনয়নে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না থাকায় এবং তার কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী দলীয় সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের যেসব উপজেলায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং অনেক উপজেলায় মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। তবে গত রবিবার দলীয় ফোরামে জামায়াত নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। সে হিসেবে মনোনয়ন জমাকারীরা প্রত্যাহারের নির্ধারিত তারিখে মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা রয়েছে।
Leave a Reply