নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাইশা নদী থেকে গত শুক্রবার অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেতলী ইউনিয়নের ভালকি গ্রামের বাইশা নদী থেকে মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানার পুলিশ।
এ ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশের অবস্থা খারাপ হওয়ারয় তা দাফন করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি। আশা করি দ্রুতই তার পরিচয় পাওয়া যাবে।
Leave a Reply