জাগ্রত সিলেট ডেস্ক :: মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পের পাশে শতাধিক অসহায়, ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ কর্মসূচির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম, মুহাম্মদ শাহরিয়ার, ফাহিম আহমেদ ও হায়দান মো. ফাইয়াজ হোসেন শাহী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাশেদ আহমেদ চৌধুরী, মনির আহমেদ, নাজমুল ইসলাম অভি, ইয়াছিন আহমেদ, মোহাম্মদ আল-মুমিন, মোহাম্মদ হুসাইন, সোহান আহমেদ, হিমেল, রাহিম, আফজল, অমিত, তাওহিদ প্রমুখ।
Leave a Reply