দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন শ্রী সচি বিশ্বাস (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন কইল্লা বিশ্বাস নামে আরও একজন।
শ্রী সচি বিশ্বাস উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত সুরেশ বিশ্বাসের ছেলে। আহত কইল্লা বিশ্বাস একই গ্রামের মৃত মনিন্দ্র বিশ্বাসের ছেলে।
শুক্রবার (৫ এপ্রিল) মধ্যরাতে স্থানীয় কনসখাই হাওরে দুর্ঘটনাটি ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লাশ সৎকারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেট প্রদান করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আম্বিয়া আহমদ।
Leave a Reply