নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর বেতেরবাজার এলাকার আলমপুর রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহান আলী (৩৭), মাসুদ মিয়া (৪০), সাগর আহমদ (২৩), নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মাস্টার মিয়া (৪৫), শাহীন আহমদ (২৮), আলম (৩৫), সনজু মিয়া (৫৫) ও মোয়াজ্জেম হোসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply