মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ছাত্রলীগ নেতার উদ্যোগে ৩ শতাধিক গরিব, অসহায়, দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া গ্রামে পঞ্চায়েত বাড়িতে এসব বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশে এবং সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এফ ই রহমান তন্ময়ের সহযোগিতায় এসব ঈদ সামগ্রী ও নগদ বিতরণ করেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক শাওন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ শেষে শাওন বলেন, অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে কোনো নতুন কাপড় কিনতে পারবেন না। তাই মানবিক দিক চিন্তা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় আমি আমার এলাকার ৩০০ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছি। আশা করি আমাকে দেখে বিত্তবানরা এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসবেন।
Leave a Reply