লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী উপ-পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার বুল্লাবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও বিপণন, খাদ্যপণ্যে ক্ষতিকর পদার্থ মেশানো, এনালগ পদ্ধতির দাঁড়িপাল্লা, বাটখারা ব্যবহার করে ওজনে কম দেওয়া, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী রেখে তা বিক্রি করা, মিষ্টির দোকানে অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিপণনের দায়ে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
এর মধ্যে সোনার তরী হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৬ হাজার টাকা, গাজী স্টোর নামক চালের দোকানকে ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর নামক মুদির দোকানকে ৮ হাজার টাকা ও পবিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক দেবানন্দ সিংহ বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply