জাগ্রত সিলেট ডেস্ক :: পবিত্র মাহে রমজানে ভিন্নধর্মী কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করে সিলেট নগরীর কিছু উদ্যম তরুণ-তরুণীদের সম্মিলিত প্রয়াসে গড়ে ওঠা এক সামাজিক সংগঠন ‘হোপ হিউস অর্গানাইজেশন’।
হোপ হিউস অর্গানাইজেশনের নেতৃবৃন্দ বিশ্বাস করেন- মানবিকতার স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে পরম সুখ। নেতৃবৃন্দ মানুষকে ভালোবেসে মানুষের স্বার্থে যেকোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোকে সবচেয়ে বড় ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। তাই যখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধিতে নিজের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছিলেন গরিব ও দুস্থ রোজাদারেরা, তখনই এই সকল মানুষের অল্প কিছুদিনের ইফতার আয়োজনের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন তারা।
সাতদিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংগঠনটির নেতৃবৃন্দ সিলেটের কিছু উল্লেখযোগ্য স্থানে পথচারীদের মাঝে ইফতার প্যাকেট পৌঁছে দিয়েছেন। সংগঠনের অভ্যন্তরীণ সদস্যদের স্বনির্ধারিত চাঁদা উত্তোলনসহ শুভাকাঙ্ক্ষীদের অনুদান গ্রহণের মাধ্যমে উক্ত কার্যক্রমটি সম্পন্ন হয়েছে। সংগঠনটির মহৎ উদ্যোগের স্বার্থকতার পেছনে শুধুমাত্র যে সংগঠনের নেতৃবৃন্দের অবদান ছিলো তা নয়, বরং নেতৃবৃন্দের পরিবারবর্গের সার্বিক সহযোগিতা ছিলো বিশেষভাবে উল্লেখযোগ্য।
সংগঠনটির সভাপতি প্রিন্স তালুকদার বলেন, কামরুল হাসান রুবেল ছিলেন এর দৃষ্টান্ত নজির। কর্মসূচির খাবার প্রস্তুতি ও রান্না-বান্নার গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। তাছাড়া সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে বিশেষ সুযোগ দিয়ে উপকৃত করেছেন রুপালী ভৌমিক। আমরা হোপ হিউস পরিবার তাঁদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, প্রথমদিকে এমন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন কিছুটা শ্রম ও সময়সাপেক্ষ মনে হলেও পরবর্তীতে সংগঠনের প্রত্যেক সদস্যের সার্বিক সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতা ও অনুপ্রেরণারই ফলস্বরূপ এমন মহৎ কার্যক্রমের পরিসমাপ্তি।
সাধারণ সম্পাদক মেহেরাব আমিন জানান, কার্যক্রম চলাকালীন মানুষের হাতে খাবার পৌঁছে দেয়ার পরমুহ‚র্তের অনুভ‚তি এবং ঠোঁটের কোণের এক টুকরো হাসি নিমিষেই সকল পরিশ্রমকে স্বার্থক করে তুলেÑ এ যেন এক পরম প্রাপ্তি।
উল্লেখ্য, হোপ হিউস অর্গানাইজেশনের মহৎ কর্মসূচিটি নজর কেড়েছিল ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমের। তাই সংগঠনের প্রত্যেক সদস্যকে সাহস যোগাতে এবং অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিতে একটি মতবিনিময় সভার আয়োজন করে মূল্যবান সময় ভাগ করে নেওয়ার এক সুবর্ণ সুযোগের ব্যবস্থা করেছিলেন তার নিজ বাসায়। এ সময় হোপ হিউস অর্গানাইজেশন নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply