জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেট জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন পিপিএম বলেছেন, আত্মশুদ্ধি ও সৌহার্দপূর্ণ সম্পর্কের অন্যতম শিক্ষনীয় মাস হলো পবিত্র রমজান। সিলেটে পণ্যপরিবহন মালিক-শ্রমিকদের ঐক্য ও বিশাল সমাগম দেখে আমি আবেগাপ্লুত। পরিবহন মালিক-শ্রমিকদের যেকোনো সমস্যায় অতীতের মতো আগামীতেও জেলা পুলিশ একসাথে কাজ করে যাবে।
শনিবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ ময়ুরকুঞ্জ করভেনশন হলে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতি ও সিলেট জেলা ট্রাক পিকআপ কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাগফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা ট্রাক পিকআপ কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মো. শহীদ উল্লাহ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুহেল রেজা, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্যপরিবহণ মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর উল্লাহ, অতিরিক্ত মহাসচিব আব্দুল মুতালেব, বাংলাদেশ চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, এসএমপির ট্রাফিক বিভাগের ডিসি মাহফুজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোনায়েম খান বাবুল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক রিমাদ আহমদ রুবেল, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ মো. দেলোয়ার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনয়নের সভাপতি মঈনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদ আহমদ, ইসলামী ব্যাংকের ম্যানেজার রকিবুর রহমান, জেলা ডিবি পুলিশের ওসি মো. ইকবাল হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান ও কোম্পানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি মুজিবুর রহমান, আতিকুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুরসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন উপজেলা এবং আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, যুগ্ম সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল ও নির্বাহী সদস্য আলী আহমদ।
ইফতার মাহফিলে মোনাজাত করেন হুমায়ুন রশিদ চত্বর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা বদরুল আলম আজিজী।
Leave a Reply