গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের হাফিজিয়া মাদরাসার পেছনের জমিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভাদেশ্বর মাইজভাগ গ্রামের মৃত নবাব আলীর ছেলে আছকর আলী (৫০), একই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত জমির আলীর ছেলে আলী হোসেন (৫০), দরগাদাইর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে আব্দুর রহমান (৪৫), কলাশহর গ্রামের মৃত আসাব আলীর ছেলে আফতার আলী (৫০) এবং দখারপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০৪টি তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৭৯০ টাকা জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply