চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গরু চুরির অপবাদ দিয়ে শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আহম্মদাবাদ ইউপির সংরক্ষিত আসনের সদস্য মোছা. মমিনা খাতুন ও বনগাঁও গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে আব্দুর রউফ।
নির্যাতনের শিকার শিশুর পরিবারের দায়ের করা মামলায় তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, কালিশিরি গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী তাসলিমা আক্তারের ছেলে তোফাজ্জল মিয়া (৮) এবং নূর ইসলামকে গত ৪ মার্চ গরু চুরির অপবাদে আটক করা হয়। পরে ইউপি সদস্য মমিনা ও আব্দুর রউফ শিশু দুটিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। বৃহস্পতিবার শিশুদের নানী আনোয়ারা খাতুন উল্লিখিত দুজনসহ পাঁচজনের নামে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
ওসি হিল্লোল রায় জানান, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply