দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার সংলগ্ন জুগীরগাঁও গ্রামের রাস্তা পাকাকরণ হয়েছে মাত্র তিন মাস আগে। কিন্তু সংস্কার শেষ না হতেই ফাটল দেখা দিয়েছে সড়কটিতে। গ্রাম্য এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে সড়কে।
এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস জামিল ইকবাল শাহ্ রিভার ড্রেসিং লিমিটেডের অধিক ওজনের মালবাহী ট্রাক চলাচলের কারণে তিন মাসেই সড়কের এমন অবস্থা হয়েছে।
জানা গেছে, ৪৬৪ ফুট দীর্ঘ সড়কটি পাকাকরণের কাজ হয়েছে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত টাকায়। কিন্তু মালবাহী ট্রাক চলাচল করায় পাকা রাস্তা ভেঙে মাটি বের হয়ে এসেছে এবং বালু সরে গিয়ে সড়কটি ভেঙে গেছে। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার জানান, রাস্তাটি পাকাকরণ হয়েছে মাত্র ২-৩ মাস আগে। কিন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। অধিক ওজনের মালবাহী ট্রাক চলাচলের কারণে সড়কটি দুই পাশ থেকে ভেঙে গেছে এবং যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুম এলে রাস্তার হদিস মিলবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির অভাবেই এমন কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস জামিল ইকবাল শাহ্ রিভার ড্রেসিং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার সাকিল ইসলাম বলেন, আমাদের মালামাল বহনকারী ট্রাক চলাচলের কারণেই রাস্তাটির এমন অবস্থা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করবো।
মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার বলেন, রাস্তাটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ফান্ড থেকে আরসিসি পাকাকরণ হয়েছিল। কিন্তু রাস্তাটি এখন ব্যবহারের অনুপযোগী। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি।
Leave a Reply