শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাওরপাড়ের বিদ্যাপিঠ মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ৬ মাসের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে সোশ্যাল এইডের আর্থিক সহায়তায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সোসাল এইড এর প্রজেক্ট পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা রানী সরকার ও সহকারী শিক্ষক মুজিবুল হকসহ ন্যান্য শিক্ষকরা।
এর আগে মাজদিহি পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজদিহি চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করেন অতিথিরা। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল একটি ওয়াটারপ্রুফ স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১২টি কলম, ৬টি পেন্সিল, ১টি পেন্সিল বক্স, একটি স্কেল, ২টি রাবার, ২টি কাটার ও ১টি ক্লিপ বোর্ড।
Leave a Reply