নিজস্ব প্রতিবেদক :: দৈনিক জাগ্রত সিলেট-এর সহযোগী সম্পাদক, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সোয়েব মুন্না বলেছেন, যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করলেও স্বদেশ ও আমার জন্মস্থান সিলেটের মায়া আমি কখনও ত্যাগ করতে পারিনি। তাই সময়-সুযোগে স্বদেশ ও জন্মস্থান সিলেটে বারবার ছুটে আসি আমি। যুক্তরাজ্যে বসবাস করেও স্বদেশ এবং বিশেষ করে সিলেট বিভাগের মানুষের কথা আমি সবসময় ভাবি। যখন সিলেটের মানুষজনের জীবনমান উন্নয়নে কোনো অবদান রাখতে পারি তখনই নিজেকে গর্বিত মনে করি।
সোমবার সকাল ১১টায় স্বদেশ আগমন উপলক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় সোয়েব মুন্না আরও বলেন, ভয়ংকর বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনাকালীন সময়ে এ অঞ্চলের মানুষজনের মধ্যে সাধ্য অনুযায়ী অর্থ, খাদ্য ও ঔষধ পৌঁছে দিয়েছি। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষজনের পাশে থাকার চেষ্টা করেছি। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এ অঞ্চলের অসহায় ও নিপীড়িত মানুষজনের জন্য কাজ করে যাবো।
তিনি স্বদেশ আগমন উপলক্ষে বিমানবন্দরে তাঁকে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি কবি ও গবেষক আবু ছালেহ আহমদ, সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নাট্যকার সোলেমান হোসেন চুন্নু, সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, বাউল আব্দুল খালিক, কবি আব্দুল কুদ্দুছ শমশাদ গাজী, যুগ্ম-সাধারণ সম্পাদক (১ম) নাট্যকার কামরুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, কোষাধ্যক্ষ কবি সৈয়দ নিয়াজ, সদস্য তারেক চৌধুরী, মুক্তার মিয়া প্রমুখ।
Leave a Reply