ছাতক প্রতিনিধি :: চলতি মেয়াদে হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কার ও নির্মাণকাজ শেষ করার সময় বাকি আর মাত্র ১০ দিন। এমন পরিস্থিতিতে এখানকার ৩২টি প্রকল্পের কাজ চলছে মন্থরগতিতে, যা নিয়ে ব্যাপক উৎকণ্ঠায় রয়েছেন কৃষকরা।
শুধু কাজের ধীরগতিই নয়, এসব বাঁধের কাজে রয়েছে অনিয়মের অভিযোগও। প্রকল্পগুলোর কোথাও ৫০ ভাগ, আবার কোথাও ৬০ ভাগের মতো কাজ শেষ হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নকারী কমিটির (পিআইসি) দাবি, পুরো উপজেলায় শুক্রবার পর্যন্ত কাজ হয়েছে ৬৮ থেকে ৭০ ভাগ। এদিকে এসব প্রকল্পের কয়েকটির কাজ দৃশ্যমান হলেও অধিকাংশ বাঁধের কাজের গতি এতটাই মন্থর যে তা নজরেই আসে না। যে কারণে আগাম বন্যায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র মতে, কাজের বিনিময়ে টাকা (কাবিটা) নীতিমালা অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওর রক্ষা বাঁধের কাজ ১৫ ডিসেম্বর শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা।
শুক্রবার পর্যন্ত উপজেলায় পিআইসি বাস্তবায়ন কমিটির হিসেবে গড়ে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মোট ৩২টি প্রকল্পের অধীনে নোয়ারাই, জাউয়াবাজার, চরমহল্লা, দক্ষিণ খুরমা, উত্তর খুরমা ও সিংচাপইড় ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। সরকারি নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় এখানকার পিআইসি গঠনে বিলম্ব হয়। বাঁধ নির্মাণকাজের জন্য এলাকার স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে পিআইসি গঠন করার কথা থাকলেও মূলত অধিকাংশ পিআইসির কমিটি গঠন করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, এমনটাই অভিযোগ স্থানীয়দের।
৫ নম্বর পিআইসির প্রকল্পের সভাপতি আল মামুন শাহীন ও সদস্য সচিব মুরাদ হোসেন জানান, কমিটি গঠন শেষে কার্যাদেশ পাওয়ার পর হাওরে বাঁধের কাজ দ্রুতগতিতে চলছে। জাউয়াবাজার ইউনিয়নের আওতাধীন ডেকার হাওরের মাছুখাল ক্লোজার এলাকায় মাটি ভরাট কাজ চলমান রয়েছে। কাজ হয়েছে এ পর্যন্ত প্রায় ৬৫ ভাগ। বাকিটুকু দ্রুত শেষ হবে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করা যাবে।
৭ নম্বর পিআইসির সভাপতি আলাল উদ্দিন ও সদস্য সচিব নুর মিয়া জানান, চরমহল্লা ইউনিয়নের আওতাধীন ডেকার হাওরের কচুরবাড়ির ব্রিজের মুখে প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত প্রকল্পের কাজ তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়ে প্রকল্প কাজ শেষ করা হবে।
২০ নম্বর প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আবুল খায়ের ও সদস্য সচিব নুরুল আমিন নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরের আলী কাজের বিষয়ে জানান, প্রকল্পের মাটি ভরাট কাজ অনেক আগেই শেষ হয়েছে। কাজের অগ্রগতি প্রায় ৬০ ভাগ। কাল থেকে ড্রেসিংয়ের কাজ করা হবে। এরপর মাটি আটকানোর জন্য বাঁশ দিয়ে বস্তা ডাম্পিং করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার নাইন্দার হাওর ও ডেকার হাওরপাড়ের একাধিক কৃষক বাঁধের কাজের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জানান, অনেক বাঁধের কাজ হচ্ছে নিম্নমানের। এসব কাজে নিয়মিত তদারকিও করা হচ্ছে না। পুরোনো বাঁধে অল্প-স্বল্প মাটি দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করার পাঁয়তারা চলছে। বাঁধের কাজ ভালো না হলে পানিতে কৃষকের কষ্টের বোরো ফসল তলিয়ে যাবে।
হাওর বাঁচাও আন্দোলন কমিটির নেতারা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পিআইসির কাজে নানা গাফিলতি হচ্ছে। প্রতি বছরই সরকারদলীয় সমর্থক ও পছন্দের কৃষকরা এসব প্রকল্পের কাজ করে থাকেন। যে কারণে কাজ শেষ করতে অনেকেই হিমশিম খান। পিআইসিগুলোর হিসাব অনুযায়ী ৬০ থেকে ৬৫ শতাংশ কাজ হয়েছে বলে উল্লেখ করা হলেও তা সঠিক নয়।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ে কর্মকর্তা ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কমিটির সদস্য সচিব এমদাদুল হক জানান, তাদের হিসাব অনুযায়ী সবক’টি প্রকল্পের ৩২ ভাগ মাটির কাজ শেষ হয়েছে। এখন পর্যায়ক্রমে ফিনিশিং, ডাম্পিং ও ড্রেসিংয়ের কাজ শুরু হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি গোলাম মোস্তফা মুন্না জানান, পিআইসিগুলো যথাযথভাবেই প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির পক্ষ থেকে নিয়মিত কাজ মনিটর করা হচ্ছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে সবক’টি বাঁধের কাজ শেষ করতে পারব।
Leave a Reply