জাগ্রত সিলেট ডেস্ক :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রবাসীরা সাহায্য-সহযোগিতা করে আসছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।
রবিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর ছোটভাই যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার চৌধুরীর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ৭ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী আমার ছোটভাই আনোয়ার চৌধুরী ও আমাদের পরিবার, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন দেশে বসবাসরত বিশ্বনাথ-ওসমানীনগরের অনেক প্রবাসী দেশে ছুটে এসেছিলেন। তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাই আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুল্লাহ (রহ.) এর সুযোগ্য উত্তরসূরী ও মাদরাসার সভাপতি আহমদ নূর, অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, আবুল কালাম ফনিক প্রমুখ।
Leave a Reply