শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাস্ট সিএসই কার্নিভাল-২০২৪’ শিরোনামে আইটি ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় আইআইসিটি বিল্ডিংয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, সিএসই বিভাগ বিশ্ববিদ্যালয়ের সফলতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভাগটির দক্ষ শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে আজ বিশ্ব থেকে সুনাম কুড়িয়ে আনছে।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের শাবিতে স্বাগত জানিয়ে সিএসই কার্নিভালের সাফল্য কামনা করেন তিনি।
এর আগে কার্নিভাল ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন উপ-উপাচার্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, এপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম এবং আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রসঙ্গত, এবারের আইটি ফেস্টিভ্যালে ৫টি টেক-ইভেন্টের মধ্যে রয়েছে ‘ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্ট (আইইউপিসি)’। যেখানে দেশের ৫৫টি বিশ্ববিদ্যালয়ের ১২০টি প্রোগ্রামিং টিম অংশগ্রহণ করেছে। এখানে প্রোগ্রামাররা নিজেদের প্রোগ্রামিং সক্ষমতা যাচাই করতে পারবেন।
দ্বিতীয় ইভেন্ট হচ্ছে ‘হ্যাকাথন’, যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের ৩৬টি দল বাস্তব সমস্যার বা উদ্ভাবনী আইডিয়ার যুগপোযোগী ও টেকসই সমাধান প্রদর্শন করবে। বাছাইকৃত ১৫টি দল চূড়ান্ত রাউন্ডে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সমন্বয়ে গড়া বিশেষজ্ঞদের প্যানেলের সামনে তাদের ধারণা উপস্থাপন করবে।
গেইম ডেভেলপমেন্টে দক্ষতা যাচাই ও যোগ্য প্রতিযোগী তৈরির লক্ষ্যে ‘কোড ব্যাটেল’ নামে ইভেন্টিতে ৩৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৫৩টি টিম অংশগ্রহণ করবে। এছাড়া ‘ডিপ লার্নিং (ডিএল) এনিগমা’ ১.০ ইভেন্টটিতে ৯৮টি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। সর্বশেষ সেমিনারের মধ্য দিয়ে শেষ হবে এবারের সিএসই কার্নিভাল।
Leave a Reply