সুনামগঞ্জ প্রতিনিধি :: অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু’র রচিত মুক্তিযুদ্ধের অনন্য উপাখ্যান ‘ভাটির বীরাঙ্গনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
ডেইলি সুনামগঞ্জ.কম ও জলকন্যা সাহিত্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
‘ভাটির বীরাঙ্গনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকার, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক শেরগুল আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেইলি সুনামগঞ্জ.কম ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমদ বখত। পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
Leave a Reply