বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশার পশ্চিমের খাল থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধারের ২ দিন পর শিশুটির নাম-পরিচয় পাওয়া গেছে। সে সিলেটের সারিঘাট এলাকার ইমরান আহমেদের দেড় মাসের কন্যা এ্যানি। তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে ঝগড়া করে চলন্ত ট্রাক থেকে শিশুটিকে পানিতে ফেলে দেয় পাষণ্ড পিতা ট্রাকচালক ইমরান।
শিশুর মা ইয়াসমিন আক্তার বৃহস্পতিবার দুপুরে স্বামী ইমরান আহমেদকে আসামি করে বানিয়াচং থানায় মামলা করেন। এরপর ওই লোমহর্ষক তথ্য পাওয়া যায়।
জানা যায়, স্বামী পরিত্যক্তা ইয়াসমিন ৩ বছর আগে ইমরানকে দ্বিতীয় বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। এর আগের স্বামীর ঘরে সংসার করার সময় ইয়াসমিনের ৩ বছরের আরেকটি পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি ইয়াসমিন ও ইমরানের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলে গ্রাম্যসালিশে কন্যার ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা দিয়ে আসছিলেন ইমরান।
গত দুই মাস যাবত টাকা দেওয়া বন্ধ করে দেন ইমরান। এর মধ্যে কন্যা এ্যানি অসুস্থ হয়ে পড়ে। গত ২৯ জানুয়ারি রাত ৯টায় কন্যাশিশুকে চিকিৎসা করানোর কথা বলে ইয়াসমিন, তার পুত্র ও কন্যাকে নিয়ে ট্রাকযোগে রওনা দেয়। হাসপাতালের দিকে না গিয়ে অন্যদিকে গাড়ি নিয়ে যাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাত ১২টার দিকে বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের পশ্চিমের ব্রিজে এসে ট্রাক থামিয়ে অসুস্থ অবুঝ শিশু এ্যানিকে খালে ফেলে দেন পিতা ইমরান। এ ঘটনা দেখে ইয়াসমিন অজ্ঞান হয়ে পড়েন।
পরদিন ৩০ জানুয়ারি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিশুটির মা জানতে পারেন তার মেয়ের লাশের অবস্থান। এরপর বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি।
ইয়াসমিন জানান, রাতে মেয়েকে ছুড়ে ফেলে দেওয়ায় কোনো স্থানে ঘটনাটি ঘটানো হয়েছে সেটি তিনি বুঝতে পারেননি। ফেসবুকের মাধ্যমে স্থান সম্পর্কে জানতে পারেন। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, ঘাতককে গ্রেপ্তারে সবরকম চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply