মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুটি অভিযানে মুজিবুর রহমান ও আরিফুল ইসলাম নামে দুই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব অবৈধভাবে বালু উত্তোলনের ও পরিবহনের অপরাধে বিষ্ণুপুর গ্রামের হুমায়ন মিয়ার ছেলে মুজিবুর রহমানকে (৩০) মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার এবং একই অপরাধে ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বিএনপি নেতা সাদেকুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply