জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যরা ক্রীড়া নিবেদিতপ্রাণ। তাদের মাধ্যমে এ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক সফলতা এসেছে।
তিনি আরও বলেন, টেনিস খেলা একসময় উচ্চমাত্রায় ছিল। খেলোয়াড়দের ভিন্নমাত্রায় সম্মানের চোখে দেখত সবাই। আঞ্চলিকভাবে টেনিসে বাংলাদেশের অবস্থান ভালো ছিল। সেটা আমরা ধরে রাখতে পারিনি। এখন সুযোগ এসেছে টেনিসকে আরও এগিয়ে নেওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সময়ে অনেক টেনিস কমপ্লেক্স নির্মিত হয়েছে; আরও নির্মিত হচ্ছে। টেনিস ফেডারেশনে জোয়ার এসেছে; টেনিসকে আরও বিকশিত করতে চাই। মাহার পৃষ্ঠপোষকতায় আজকের এই সুন্দর আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এ ধরনের সকল উদ্যোগকে সাধুবাদ জানাই।
রবিবার রাতে সিলেট টেনিস ক্লাব গ্রাউন্ডে সিলেট টেনিস ক্লাবের আয়োজনে ও মাহার পৃষ্ঠপোষকতায় ১২তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সিলেট টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সিলেট সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহার স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমেদ সেলিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) জসিম উদ্দিন। ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র খেলোয়ার সৈয়দ মহি উদ্দিন, প্রফেসর নিরঞ্জন পাল, শহীদুল ইসলামম ও সিলেট টেনিস ক্লাবের ক্লাবের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন।
Leave a Reply