আশরাফ মনির, শাল্লা :: ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত সুনামগঞ্জের দিরাই ও শাল্লার জনজীবন। রাস্তায় লোকজনের চলাচল একবারেই সীমিত। এমনকি ভর দুপুরেও সড়ক-মহাসড়কে সবধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। নিতান্ত প্রয়োজনে বের হওয়া কিংবা জীবিকার তাগিদে ছুটে চলা মানুষেরই কেবল দেখা মিলছে পথে-ঘাটে। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষজন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
কুয়াশাচ্ছন্ন দুপুরে রাস্তায় বের হওয়া গাড়িচালক আতাউর রহমান বলেন, রাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সবকিছু। বিশ ফুট দূরত্বের মধ্যে বুঝা যায় না সামনে থেকে গাড়ি আসছে কি-না। ফগলাইট জ্বালিয়েও লাভ হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
শ্যামারচর এলাকার কৃষক শাহ জালাল বলেন, পানির মতো কুয়াশা পড়ছে। আর সাথে রয়েছে শীতল বাতাস। এ কারণে মাঠে না গিয়ে বাসায় বসে আছি।
ইজিবাইক চালক মুজাহিদ বলেন, ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে মানুষ ঘর থেকে বাইরে বের হচ্ছে না। বেলা ১২টা বাজে, অথচ ২০০ টাকাও রোজগার করতে পারিনি। আগে দিনে সাত থেকে আটশ’ টাকা আয় হতো ইজিবাইক চালিয়ে। এখন অর্ধেক টাকাও আয় হয় না। খুব কষ্টে দিন যাচ্ছে। একদিকে আয় কম, অন্যদিকে বাজারে সব জিনিসের দাম বেশি। আমরা বিপদে আছি।
এদিকে ঠাণ্ডায় বেড়েছে শীতজনিত রোগ। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন।
Leave a Reply