হবিগঞ্জ প্রতিনিধি :: যেখানে একসময় জমি চাষের সেচের পানির অভাব হতো, সেখানে আজ থৈ থৈ পানি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড়খাল খনন শুরু হয় এলজিইডি’র সহযোগিতায় এবং জাইকা’র সহায়তায়।
জানা যায়, রাইয়াপুর বড় খাল পাবসস লিমিটেডের অধীনে খালটি ৫ কিলোমিটার ৩০০ মিটার খনন করা হয়। খননের পর যে জায়গায় অগ্রহায়ণ মাসে ধান হতো না, আজ সেই জায়গার জমিতে ফসলের আবাদ হচ্ছে। গত অগ্রহায়ণ মাসে ধানের বাম্পার ফলন হয়েছে। এরই ধারাবাহিকতায় খালের মধ্যে জমিতে সেচের পানি পর্যাপ্ত পরিমাণ থাকায় কৃষকরা বেশি ধানের জমি আবাদ করতে পারছেন।
এই বছরেও অগ্রহায়ণ মাসে অনেক ক্ষেতের চাষাবাদ হয়। এতে কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন এবং অনেক লাভবান হয়েছেন। পাশাপাশি খালটি প্রতিবছর গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে লিজ দেওয়া হয়। লিজের অর্থ দিয়ে গ্রামের বিভিন্ন রাস্তাঘাটে ইটসলিং, মাটি ভরাট ও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়। ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাধারণ সদস্য, আশপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা খাল খননের সময় সহযোগিতা করেন। এর পূর্বে ১৯৮২ সালে তৎকালীন ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী রফির তত্ত্বাবধানে খালটি খনন হয়। পরবর্তিতে দাতা সংস্থা জাইকা’র অর্থায়নে ২০১০ সালের পর একবার খাল খনন করা হয়। কিন্তু পলি ভরাট হয়ে যাওয়ায় এই খালটি আবার খনন করার উদ্যোগ নেওয়া হয়।
এই সমিতির সেক্রেটারি আব্দুল হালিম বলেন, কৃষককূল কখনো চিন্তা করতে পারেনি যে অনাবাদি জমিগুলো একদিন আবাদ করা যাবে। সমিতির সভাপতি ডা. মারুফ আহমেদ চৌধুরীর সঠিক দিকনির্দেশনায় এই খালটি খনন হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ২৮ ডিসেম্বর সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের পর নির্বাচিত কমিটি এবং সাধারণ সদস্যদের তত্ত্বাবধানে এই খালটি পূনঃখনন করা হয়। খালটি যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় এবং আশপাশে যে খালগুলি আছে তাও যদি খননের আওতায় নিয়ে আসা হয়, তবে ফসল ফলনে পানির অভাব হবে না এবং বাকি অনাবাদী জমিতে আবাদ করা যাবে। আগামীতে যারা সমিতির কার্যকরী কমিটিতে নির্বাচিত হয়ে আসবেন তারা উন্নতির কাজ করে যাবেন। সমিতির আইন অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার দিকে। নির্বাচন কমিটি ২০২৪ সালের প্রথম দিকে সমিতির কার্যকরী কমিটির নির্বাচন আয়োজন করবেন।
উল্লেখ্য, ডা. মারুফ আহমদ চৌধুরী নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি খলিলুর রহমান চৌধুরী রফির সুযোগ্য সন্তান।
Leave a Reply