মাধবপুর প্রতিনিধি :: যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, নির্বাচনে কোনো ধরনের হট্টগোল বরদাশত করা হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স।যেকোনো ধরনের সংঘাত পরিহার করতে হবে। হট্টগোল কিংবা সংঘাত যদি হয় তাহলে কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য হয়না। গ্রহণযোগ্যতার মাপকাঠি একেক মানুষের কাছে একেক রকম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা সদরের কিবরিয়া চত্ত্বরে আয়োজিত সমাবেশে যুবলীগ চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী সমাবেশে সভাপতিত্ব করেন।
সমাবেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকাতেই ভোট দেবেন। অনেক দুঃসময়েও নৌকায় ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর আপনাদের প্রতি আস্থা আছে।
তিনি আরও বলেন, করোনার প্রকোপ থেকে এখনো অনেক দেশ উঠে আসতে পারেনি। সে কারণে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করার জন্য অভিজ্ঞ, সাহসী ও সৎ জনপ্রতিনিধি আপনাদের দরকার। এক্ষেত্রে অ্যাডভোকেট মাহবুব আলীর কোনো বিকল্প নেই।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবলীগের কেন্দ্রীয় উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মিছির আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম প্রমুখ।
Leave a Reply