জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্তি সচিব) আবু আহমদ সিদ্দীকী এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। স্কুল থেকে নতুন বই পেয়ে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে হাসিমুখে বাসায় যায় তারা। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাদেরকে শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। ছাত্র হিসেবে আমরা অকৃতজ্ঞ। আমরা শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে শিক্ষকরা আজ গর্বিত।
সোমবার বই বিতরণ উৎসব ২০২৪ উপলক্ষে সিলেট নগরীর বন্দর বাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ সিলেট এর আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন ও রীতা রানী তালুকদারের যৌথ সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল জুনায়েদ ও জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষা অফিসার রুহুল আমিন, এডিপিইও মারুফ আহমদ চৌধুরী, ইউইও আব্দুল জলিল তালুকদার, এইউইও কাজী জাফর আহমদ, সিলেট সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল অমিন বাকের, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্ত দত্ত চৌধুরী, এসএমসি সদস্য কানু লাল পাল প্রমুখ।
এছাড়া এসএমসি ও পিটিএ সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নাসিম হোসেন নিহাত। গীতা পাঠ করে কণিষ্ক দাস।
Leave a Reply