জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেট-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, সকল ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচারের জবাব দিতে আগামী ৭ জানুয়ারী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ।
তিনি বলেন, এই দুই উপজেলার মানুষ আমাকে কখনো নিরাশ করেননি। আমিও চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার জীবনের শেষ নির্বাচনে আমি আপনাদের সাহায্য-সহযোগিতা চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আমাকে ফিরিয়ে দেবে না। আবারও তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।
শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ রুশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মান্না আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী নুরুল ইসলাম নাহিদ এমপি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ট মানুষ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী হিসেবে, এমপি হিসেবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এ ধারা অব্যাহত রাখতে তাকে আবারও বিজয়ী করতে হবে।
Leave a Reply