জাগ্রত সিলেট ডেস্ক :: শেষ হলো ইংরেজি পুরনো বছর। গতকাল মধ্যরাত থেকেই শুরু হয়েছে নতুন বছর। বিশ্বজুড়ে সর্বস্তরের মানুষ মেতে উঠেছেন নতুন বছরকে বরণের উৎসবে।
ইংরেজি নববর্ষ উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান মেয়র।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২০২৩ সালটি বাংলাদেশের মানুষ তথা সিলেটবাসীর জন্য একটি অত্যন্ত স্মরণীয় বছর ছিল। আমরা এই বছরে অনেক কিছু অর্জন করেছি। মোটামুটি সুখ-দুঃখ আর হাসি-কান্না মিলিয়ে আমরা ৩৬৫ দিন অতিক্রম করেছি।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আমরা বরণ করবো ইংরেজি নতুন বছর ২০২৪ সালকে। এ বছরের শুরুতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট উৎসবে মেতে উঠেছেন। প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। এই ভোট উৎসবের মধ্যেই ১ জানুয়ারিকে আমরা বরণ করবো।
নতুন বছরটি সবার জন্য স্মরণীয় এবং বর্ণিল হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply