হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম দুর্ঘটনায় অরবিন্দু দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরবিন্দু দাস লাখাই উপজেলার মৃত অভয় চরণ দাসের ছেলে। আরবিন্দু দাস রিচি এলাকার একটি আশ্রমের সাধু বলে জানা গেছে।
জানা যায়, আরবিন্দু দাস একটি টমটমযোগে লাখাইয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে টমটমের চাকার সাথে তার গলার একটি কাপড় পেঁচিয়ে গলার বেশিরভাগ অংশ কেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply